About Amra Bangali Founder

আমরা বাঙালী দলের প্রতিষ্ঠাতা

About Amra Bangali Founder

আমরা বাঙালী দলের প্রতিষ্ঠাতা আমরা বাঙালী দলের প্রতিষ্ঠাতা বিশ্ববন্দিত ঋষি দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার ২১ শে মে ১৯২১ সালে বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমার তিথিতে বিহারের জামালপুরে এক বাঙালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতা ছিলেন শ্রী লক্ষী নারায়ণ সরকার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ও মাতা শ্রীমতি আভা রানী সরকার। ১৯৯০ সালের ২১ শে অক্টোবর তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় দেহত্যাগ করেন। মানব সমাজের ত্রিস্তরীয় অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্রাজ্যবাদীদের শোষণকরার মানসিকতা। ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার মানব সমাজকে যে কোন প্রকার শোষণের করাল গ্রাস থেকে পরিত্রাণ দিতে দিয়েছেন এক যুগান্তকারী সর্বানুস্যূত জীবন দর্শন।

যে দর্শনে মানব সমাজের ত্রিস্তরীয় তথা তিনটি দিক যেমন
-১) সমাজের জাগতিক ও শারীরিক সমস্যা সমাধানের জন্য তিনি দিয়েছেন সামাজিক অর্থনৈতিক দর্শন প্রগতিশীল উপযোগ তত্ত্ব সংক্ষেপে প্রাউট।
২) মানব সমাজের মানসিক তথা বৌদ্ধিক স্তরের বিকাশের জন্য দিয়েছেন নব্য মানবতাবাদ তত্ত্ব।
৩) সর্বোপরি মানব সমাজের আত্মিক তথা আধ্যাত্মিক স্তরের উন্নতির জন্য তিনি দিয়েছেন তন্ত্র যোগ সাধনা তত্ত্ব। তিনি একাধারে দিয়েছেন দর্শন শাস্ত্রের পাশাপাশি সমাজশাস্ত্র, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, ৫০১৮ টি প্রভাত সঙ্গী, উনার যুগান্তকারী আবিষ্কার মাইক্রবাইটাম তত্ত্ব, ভাষাবিজ্ঞান, ব্যাকরণ,স্বাস্থ্যবিজ্ঞান, ইতিহাস নারীর অধিকার-নারীর মর্যাদা ইত্যাদি। তিনি একজন ধর্মগুরু, দার্শনিক, প্রত্নতাত্ত্বিক, ভাষাবিজ্ঞানী, বৈজ্ঞানিক, ইতিহাসবিদ, সমাজবিদ, সমাজ সংস্কারক, অর্থনৈতিকবিদ, লেখক, সুরকার, গীতিকার হিসেবেও সমধিক পরিচিত। তিনি খুব নিবিড় পর্যবেক্ষণ করে, ইতিহাস পর্যালোচনা, মূল্যায়ন করে দেখেছিলেন যে পৃথিবীর মানচিত্রে বাঙালী নামক মহান জনগোষ্ঠী বিভিন্ন দিক থেকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, শোষিত হয়ে চলেছে। পৃথিবীর সর্বত্রই বিভিন্ন সমাজের মানুষ শোষিত হচ্ছে বিভিন্ন দিক থেকে।

এমন অবস্থায় মহান বাঙালী নামক বৃহত্তর জনগোষ্ঠীর অস্তিত্ব যদি বিলীন হয়ে যায় তাহলে সাম্রাজ্যবাদী শোষক গোষ্ঠী অন্যান্য সমাজের মানুষকে খুব সহজভাবেই শোষণ করে বিলুপ্ত করে দেবে। এর জন্যই বাঙালী জাতির দুর্দিনে প্রাউটের আন্দোলন এবং প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ব্যবস্থার সর্বস্তরে এক ভারসাম্য আনার জন্য উনি নির্যাতিত বাঙালীদের কে উদ্বুদ্ধ করেছেন এক সুন্দর সমাজ ঘটনের ভূমিকা পালন করার জন্য। প্রাউটের বিভিন্ন সমাজের মাঝে "আমরা বাঙালী সমাজ"-কে রেখেছেন এক নম্বরে। অতঃপর তিনি বর্তমান ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে বাঙালীর ভাষা-কৃষ্টি, সংস্কৃতি,অস্তিত্ব-অধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য তিনি আমরা বাঙালী নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন।

বাঙালী নামধেয় জনগোষ্ঠী অতীতে জীবিত ছিল, আজও জীবিত, আমি আশা করবো ভবিষ্যতে সে আরোও দুর্দান্তভাবে জীবিত থাকবে"- দার্শনিক ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার।