History of Amra Bangali

আমরা বাঙালী দলের ইতিহাস

ত্রিপুরা রাজ্যে আমরা বাঙালী দলের ইতিহাস: -

* ত্রিপুরা রাজ্যে আমরা বাঙালী রাজ্য কমিটি গঠিত হয় ২৭ সেপ্টেম্বর ১৯৭৮ সাল।
* ত্রিপুরা রাজ্যে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম সভাপতি হয়েছিলেন- শ্রীযুক্ত ভুবন বিজয় মজুমদার ।
* প্রথম রাজ্য সচিব - শ্রী অনিল চন্দ্র দেবনাথ।
* দ্বিতীয় রাজ্য সচিব - শ্রী মনোরঞ্জন গোপ।
* তৃতীয় রাজ্য সচিব - শ্রী প্রাণগোপাল চক্রবর্তী ।
* চতুর্থ রাজ্য সচিব - শ্রী রতন ঘোষ।
* পঞ্চম রাজ্য সচিব - শ্রী দেবব্রত দত্ত।
* ষষ্ঠ রাজ্য সচিব - শ্রী নির্মল পাল।
* সপ্তম রাজ্য সচিব - শ্রী কেশব মজুমদার ।
* অষ্টম রাজ্য সচিব - শ্রী শৈলেন রায়।
* নবম রাজ্য সচিব - শ্রী হরিগোপাল দেবনাথ ।
* দশম রাজ্য সচিব - শ্রী গৌরাঙ্গ রুদ্র পাল ।
* আমরা বাঙালী দলের প্রথম ত্রিপুরা বিধানসভায় নির্বাচিতা সদস্যা - শ্রীমতি রত্না প্রভা দাস ( ১৯৮৩ ইং -১৯৮৭ ইং)।
* ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা তপঃ উপ সংরক্ষিত আসনে শ্রীমতি রত্না প্রভা দাস ১ লক্ষ ৫ হাজারের অধিক বোট (ভোট) পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।
* ১৯৮৪ সালে পঞ্চায়েত নির্বাচনে গোটা ত্রিপুরা রাজ্যে ১০ টি পঞ্চায়েত আমরা বাঙালী দখল করেছিল।
* পঞ্চায়েত সদস্য /সদস্যা নির্বাচিত হয়েছিলেন ১২০ জন।
উল্লেখযোগ্য পঞ্চায়েত প্রধানগণ হলেন-
ক) শ্রীযুক্ত দেবেন্দ্র রুদ্র পাল (হাওয়াই বাড়ী পঞ্চায়েত, তেলিয়ামুড়া ব্লক) ।
খ) শ্রীযুক্ত প্রফুল্ল দাস (কমলনগর পঞ্চায়েত, তেলিয়ামুড়া ব্লক) ।
গ) শ্রীযুক্ত প্রসন্ন নাথ ( তিলথৈ পঞ্চায়েত, যুবরাজনগর ব্লক),
ঘ) শ্রীযুক্ত সুনীল সাহাজী ( মাছমারা পঞ্চায়েত , পেচাঁরথল ব্লক ),
ঙ) শ্রীযুক্ত রাজমোহন নাথ ( রোয়া পঞ্চায়েত , পেচাঁরথল ব্লক),
চ) শ্রীমতি ঊষারানী সরকার ( বিলথৈ পঞ্চায়েত, পেচাঁরথল ব্লক) ,
ছ) শ্রীযুক্ত ইন্দ্র সরকার (কড়ই ছড়া পঞ্চায়েত, পেচাঁরথল ব্লক) ,
জ) শ্রীযুক্ত মুকুন্দ সাহাজী ( দক্ষিণ ধ্বনিছড়া পঞ্চায়েত, পেচাঁরথল ব্লক) ,
ঝ) শ্রীযুক্ত দেবেন্দ্র নাথ ( শান্তিপুর পঞ্চায়েত, দশদা ব্লক)
* ত্রিপুরাতে আমরা বাঙালী আন্দোলনের প্রধান, স্থপতি, তাত্ত্বিক ও উপদেষ্টা নেতা ছিলেন - শ্রী দেবব্রত দত্ত।
* ত্রিপুরা রাজ্যে আমরা বাঙালী আন্দোলনের আদর্শবান তাত্ত্বিক নেতা, অন্যতম উপদেষ্টা, কর্মচারী হয়েও রাজনীতিতে সম্পৃক্ততার অজুহাতে চাকরি সাসপেন্ড ও তিন মাসের জেল খাটেন - শ্রদ্ধেয় শ্রীযুক্ত জহরলাল সাহা।
* সরকারী কর্মচারী, সমাজ আন্দোলনে সহযোগীতা করতে গিয়ে ১৯৮০-র দশকে ক্ষমতাসীন বামপন্থী শাসকদলের ষড়যন্ত্রে প্রাণ হারান - শ্রীযুক্ত অনিল পোদ্দার ।
* বামপন্থী রাজনৈতিক ষড়যন্ত্রের বলি - শ্রীযুক্ত প্রসন্ন নাথ ।
* ত্রিপুরাতে আমরা বাঙালী দলের আন্দোলনে প্রথম দধীচি হন - শ্রীযুক্ত নিতাই শীল (১৭ ই জানুয়ারী, ১৯৭৯ সাল)।
* ত্রিপুরা, পশ্চিমবঙ্গসহ গোটা বাঙালী বাঙালী অধ্যুষিত অঞ্চলে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা বাঙালী দলের লাগাতর আন্দোলন করার পর অবশেষে ৩ অক্টোবর ২০২৪ সালে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেয় ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার।