Demands Of Amra Bangali

দাবীসমূহ

আমরা বাঙালী দলের দাবীসমূহ:

  • অবিলম্বে বাঙালীস্তান পুনর্গঠন করতে হবে।
  • হিন্দির আগ্রাসন রুখতে বাঙালীস্তানের সর্বত্র সরকারী ও বেসরকারী স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
  • বাঙালী রেজিমেন্ট পুুনর্গঠন করতে হবে।
  • দেশভাগের বলি হওয়া বাঙালীদের, পাঞ্জাবীদের মতো ভারতে ক্ষতিপূরণসহ সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
  • বাঙালীস্তানের সরকারী-বেসরকারী সব কাজে বাংলাভাষার ব্যবহার আবশ্যিক করতে হবে
  • বাঙলার সরকারী-বেসরকারী সর্বক্ষেত্রে ১০০ বাঙালী যুবক-যুবতী নিয়োগ করতে হবে।
  • বহিরাগত তথা অবাঙালী পুঁজিপতিদের অবিলম্বে বাঙলা ছাড়তে হবে।
  • অর্থের বহিঃস্রোত বন্ধ করতে হবে।
  • পশ্চিমবঙ্গ,আন্দামান,ঝাড়খণ্ড, ত্রিপুরা,অসম-উত্তর-পূর্ব ভারত সহ সমগ্র ভারতবর্ষের সব বাঙালী অধ্যুষিত এলাকা গুলোকে একত্রিত করে ভারতীয় সংবিধানের ৩নং ধারা অনুযায়ী ‘বাঙালীস্তান’ রাজ্য গঠন করতে হবে।
  • কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে।
  • ব্লকে ব্লকে কৃষিভিত্তিক ও কৃষিসহায়ক শিল্প গঠন করতে হবে।
  • অবিলম্বে বাঙালীস্তান পুনর্গঠন করতে হবে।
  • হিন্দির আগ্রাসন রুখতে বাঙালীস্তানের সর্বত্র সরকারী ও বেসরকারী স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
  • বাঙালী রেজিমেন্ট পুুনর্গঠন করতে হবে।
  • দেশভাগের বলি হওয়া বাঙালীদের, পাঞ্জাবীদের মতো ভারতে ক্ষতিপূরণসহ সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
  • প্রগতিশীল ব্যবহারিক তত্ত্ব অনুযায়ী স্থানীয় বেকারদের ১০০% কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
  • ব্লক-ভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও কৃষি-ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে।
  • কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে।
  • মণিপুর-আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বাঙালীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে অন্য কোথাও বাহিরের শিবিরে রাখা যাবে না।
  • মহিলাদের সম্ভ্রমের পক্ষে হানিকারক এমন কোন বিজ্ঞাপন, টিভি সিরিয়াল, সিনেমা ইত্যাদি প্রচার করা যাবে না, ইত্যাদি।